বঙ্গবাণী – আবদুল হাকিম

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।।
সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী।
বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী।।
মারফত ভেদে যার নাহিক গমন।
হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ।।
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।

About আগন্তুক

আমি সাধারণ! শুধু সাধারণ না, অতি সাধারণ...

Posted on December 13, 2011, in কবিতা, জীবনমুখী কবিতা and tagged , , , , , , , . Bookmark the permalink. 6 Comments.

  1. S.M. Shariful Alam Showrav

    আপনাদের ওয়েব সাইটটি প্রদর্শন করে আমার অনেক ভালো লেগেছে।কবিতা আমার অনেক প্রীয়,তাই যখনি সময় মেলে তখনি গুগোলে সার্চ দিয়ে হরেক রকমের কবিতা গুলো পড়ি।

    ধন্যবাদ এডমিন সহ সকলকে।

  2. জি এস সবুজ.৮৮/৮৯,কে সি কলেজ ঝিনাইদহ

    যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
    সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।এর চেয়ে ভালো কথা স্বদেশপ্রেম কাহার আছে -শুভ কামনা রইল

  3. Awesome Poem

Leave a comment