আপনাদের প্রিয় কবি ও কবিতা নতুন ঠিকানায়

512-logo২০১১ সালের দিকে আমরা এই ব্লগের যাত্রা শুরু করেছিলাম সেইসব কবিতা প্রেমী মানুষদের উদ্দেশ্যে, যারা সেই ছোট বেলা থেকেই কবিতাকে প্রচন্ড ভালবাসেন৷ যারা এখনও মিস করেন সেই সব কবিতা, যেগুলো ছোট বেলায় স্কুল জীবনে পড়ে এসেছেন। কিন্তু সময় বা সুযোগের অভাবে আর কখনও পড়া হয়ে উঠেনি৷

800x418 (1)

দীর্ঘদিন ধরে আমরা এই ব্লগটিকে একটি ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছিলাম, তার ফলস্বরূপ আজ থেকে আপনাদের প্রিয় এই ব্লগটি পূর্বের সকল কন্টেন্ট এর পাশাপাশি আরও আকর্ষনীয় ও সর্বাধিক কালেকশন নিয়ে দেখতে পাবেন www.banglakobita.com.bd ঠিকানায়।

প্রথমে আমরা আমাদের এই ওয়েবসাইটের নাম ডোমেইন অনুসারে ‘বাংলা কবিতা’ দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু “কবি ও কবিতা” নামটির প্রতি আমাদের দীর্ঘদিনের ভালবাসা জড়িয়ে থাকায় তা আর পরিবর্তন করিনি। আশাকরছি আপনাদের সেই ভালবাসা অব্যহত থাকবে।

Youtube 2

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওয়েবসাইটটিকে ভিজিটর বান্ধব করতে, যেন ভিজিটররা সহজেই তাদের কবিতাগুলো খুঁজে পায়, পড়তে পারে। ওয়েবসাইট এর স্পীড অতিরিক্ত স্লো হলে ভিজিটররা তা ব্যবহারে বিরক্ত বোধ করেন। তাই শুধুমাত্র ওয়েবসাইটের আকর্ষণ বৃদ্ধির জন্য আমরা অতিরিক্ত প্লাগিন বা বেশী কন্টেন্টযুক্ত থিম ব্যবহার না করে চেষ্টা করেছি ওয়েবসাইটিকে স্মুথ করতে। তাই আশা করছি ওয়েবসাইটটি ব্রাউজ করে আপনারা বিরক্ত হবেন না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ওয়েবসাইটিকে আরও ভিজিটর বান্ধব করতে। যেহেতু ওয়েবসাইটি প্রতিনিয়ত আপডেট এর কাজ চলছে, তাই ব্যবহারের ক্ষেত্রে সাময়িক অসুবিধা হলে ক্ষমাসূন্দর দৃষ্টিতে দেখবেন।

www.banglakobita.com.bd ঠিকানায় নিয়মিত আপডেট হচ্ছে আপনাদের প্রিয় কবি ও কবিতা।